দেশজুড়ে

কালিহাতীতে রেললাইনে দু’জনের মরদেহ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক এলাকার রেললাইনে পৃথক দুই স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা নিলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। শুক্রবার ভোরে ট্রেনটি কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে পৃথক দুটি স্থানে ওই দুই যুবক কাটা পড়েন। নিহতদের মধ্যে সুমনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।

অপর ব্যক্তির মরদেহ রেললাইনের পাশেই রয়েছে জানিয়ে তিনি বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। মরদেহটি উদ্ধার করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর