দিনাজপুরের নববাগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক কৃষক আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা (৫৬) ওই গ্রামের খট্টু মিয়ার ছেলে। এছাড়া আহত কৃষকের নাম দুলাল মিয়া (৪২)।
জানা যায়, গোলাম মোস্তফা সকাল ৭টার দিকে গরু নিয়ে বাড়ির পাশে খেতে যান। সেখানেই ধান কাটছিলেন তিনি। এ সময় বজ্রপাতে শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একইসঙ্গে তার পাশে থাকা দুলাল মিয়া আহত হয়। আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছন।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর