মিথুন : আজ আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। ভালো কোনো সংবাদ লাভের সম্ভাবনা। অকাল্ট রিসার্চারদের দিনটি ভালো যাবে।মেষ : কাজ কর্মে সামান্যই অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসা বানিজ্যে কোনো বকেয়া পড়তে পারে। চাকরীজীবীরা আর্থিক সঙ্কটে ভুগবেন। বন্ধুর সাহায্য আশা করা বৃথা।বৃষ : পিতার সাহায্যে কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। ব্যবসা বানিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। আজ শিক্ষক ও গবেষকদের সম্মানিত হবার সম্ভাবনা প্রবল।কর্কট : দিনের শুরুতেই কোনো অনভিপ্রেত সংবাদে মন বিসন্ন হয়ে পড়বে। আজ কারো সাথে ঝগরা বিবাদে না জড়ানোই ভালো। রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন।সিংহ : আজ জীবন সাথীর অসুস্থতায় কিছুটা চিন্তিত হয়ে পড়বেন। লৌহ ও ইস্পত ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। প্রকৌশলিদের ভালো কাজের যোগ রয়েছে। ঠিকাদারদের নতুন অর্ডার প্রাপ্তির যোগ প্রবল।কন্যা : বেসরকারি চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। সহকর্মীদের অসহোযোগীতায় মনে কষ্ট পাবেন। আজ পুরোন কোনো ব্যাধিতে ভোগার যোগ প্রবল। তুলা : প্রেম ও রোমান্সে বাধা বিপত্তির আশঙ্কা প্রবল। কোনো অনৈতিক সম্পর্কের কারনে প্রেমে ঝামেলার যোগ দেখা যায়। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।বৃশ্চিক : গৃহ সংস্কারের কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিলেও তা সময় মত শেষ করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যাবে। সাবধান থাকবেন।ধনু : বৈদেশিক কাজে সামান্ন লাভের যোগ দেখা যায়। ছোট ভাই বোনের কোনো ঝামেলায় চিন্তিত হতে পারেন। কোনো কারণে ভয়ে ভয়ে দিনটি কাটবে।কুম্ভ : রাগ জেদের বশবর্তি হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনার আধ্যাত্মীক ও অতিন্দ্রীয় কাজ কর্মে লাভবান হবেন।মীন : শারীরিক পীড়ায় কষ্ট পাবার আশঙ্কা প্রবল। দিনের শেষে কোনো ঝামেলায় পড়তে পারেন। ঋণের আশঙ্কা রয়েছে। আজ আপনার ভাগ্য উন্নতির যোগ প্রবল।মকর : দাতের ব্যথায় কষ্ট পাবেন। আজ সঞ্চিত ধনের হানি হতে পারে। বাড়ীতে কারো আগমনের কারনে মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা রয়েছে। এআরএস/এমএস