দেশজুড়ে

ফরিদপুরে সড়কে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গরিয়াদহ এলাকায় ও বিকেল সাড়ে ৪টার দিকে ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাটে বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল আরোহী লিমন (১৮) ও সাব্বিরকে (১৭) চাপা দেয় একটি ইটবোঝাই ট্রাক।

ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। নিহত লিমনের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামে। তারা চলতি বছর এসএসসি পাস করেছে।

মধুখালী থানা পুলিশের এসআই সাজ্জাদ হোসেন জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

এদিকে, দুপুর ১২টার দিকে উপজেলার গড়াই সেতু সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্র কাদের মোল্লা (১৪) নিহত হয়। নিহত কাদের মোল্লা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওহিদুল মোল্লার ছেলে।

কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক মিয়া জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

এএম/এমএস