দেশজুড়ে

দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় মন্ত্রী-কেন্দ্রীয় নেতারা

আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকারের পক্ষে মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা দলীয় প্রার্থীর জন্য প্রচারণায় নেমেছেন।

রোববার গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রচারণায় অংশ নেয়।

পাশাপাশি বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইফতার মাহফিল ও আলোচনাসভায় দলীয় প্রার্থীর জন্য দোয়া চান।

আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম রোববার টঙ্গী ও নগরীর বাসন এলাকায় তিনটি পৃথক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

এর মধ্যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগ বাসন তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে, টঙ্গী থানা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এবং ৫৬ নম্বর ওয়ার্ডে রেনেসা স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাসনে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় তিনি বলেন, গাজীপুর সিটিতে অর্ধেকই নারী ভোটার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। শ্রমিকের মজুরি বৃদ্ধি, গাজীপুরে নার্সিং প্রশিক্ষণ কলেজসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী ২৬ জুন নির্বাচনে নৌকার বিজয়ে নারী ভোটাররা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, মেয়র নির্বাচিত হলে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি। আগামী ২৬ জুন নির্বাচনে সবার সহযোগিতা চান জাহাঙ্গীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগ নেতা মো. মতিউর রহমান মতি, মো. জয়নাল আবেদীন, মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, মো. ফজলুল হক, মো. রজব আলী, মো মনিরুজ্জামান মনির, রশিদ ভূঁইয়া, বিল্লাল হোসেন, নাজমা আক্তার, ফিরোজা বেগম ও রাশিদা বেগম প্রমুখ।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খুলনায় একটি বিশেষ কায়দায় সরকার ভোট ডাকাতি করেছে। আমরা তাদের সেই কৌশল জেনে গেছি। খুলনায় তারা আমাদের কাছে ধরা খেয়েছে। খুলনা আর গাজীপুর এক নয়। গাজীপুরে ভোট ডাকাতি হতে দেয়া হবে না। গাজীপুর সিটি নির্বাচন হবে সরকার ও নির্বাচন কমিশনের অগ্নিপরীক্ষা। আমরা এই নির্বাচন দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

রোববার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গীর ৫৪নং ওয়ার্ডে পাইল স্কুল মাঠে বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার স্তিমিত করতে সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেছিল। আমাদের প্রার্থীর আইনি লড়াইয়ের পর তারা আবার নির্বাচন দিতে বাধ্য হয়। এবার আমরা আরও বেশি শক্তি নিয়ে গাজীপুর সিটি নির্বাচনে অবতীর্ণ হবো। সরকার এখানে কারচুপি করলে গাজীপুর থেকেই আন্দোলনের শুভ সূচনা হবে।

মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। কখনো হয়তো ভুল হতে পারে। এখন একটি বিশেষ সময়ে এসে প্রার্থী হয়েছি। টঙ্গীবাসী আমাকে কখনো ছোট করেনি, আগামীতেও আমাকে ছোট করবে না। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকাবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে চাই, একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, শহীদুল ইসলাম বাবু, ওমর ফারুক সাফিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা শিল্পপতি সোহরাব উদ্দিন, মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট ড. শহীদুজ্জামান, সাখাওয়াত হোসেন সেলিম, মাহবুবুল আলম গোলাপ, মাহবুবুল আলম শুক্কুর, আলাউদ্দিন চৌধুরী, বসির আহমেদ বাচ্চু, সাখাওয়াত হোসেন সবুজ, অ্যাডভোকেট রফিকুল আলম বাচ্চু, আব্দুস সালাম, আশরাফ হোসেন টুলু, জয়নাল আবেদীন ও মনিরুজ্জামান খান লাবলু প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি