সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে সাত মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইসমাইল হোসেন (৪৫), মো. ওমর ফারুক (২৪), মো. রুবেল মিয়া (২০), মো. মকবুল শেখ (৩০), হাসান আলী (২৬), মো. সোলেমান (৩৭) ও আ. আলিম (২২)।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।
তিনি জানান, রোববার জেলার উল্লাপাড়ার রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সাত জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়। এরপরত তাদের সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস