নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান চালিয়ে দুই দালালকে আটকের পর সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোবায়েত হায়াৎ শিপলু এবং শাহাআলম আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর আশপাশের সংশ্লিষ্ট দোকানে এ অভিযান চলানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মের্সাস মা টেলিকমের মালিক দালাল নাজমুল ইসলাম ও নজরুল ইসলাম।
পরে তাদেরকে যথাক্রমে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম জানান, দীর্ঘদিন ধরেই পাসপোর্ট সংশ্লিষ্ট খাতে জেলা প্রশাসনের নজরদারী বিদ্যমান। সম্প্রতি পাসপোর্ট অফিস ও এর বাইরের দালালদের খপ্পরে পড়ছিল সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে উল্লেখিত দুই দালালকে আটক ও প্রয়োজনীয় সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। চলমান এ প্রক্রিয়া অব্যহত থাকবে।
সঞ্জিত সাহা/আরএ/জেআইএম