বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার নাগর নদী থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র ফজলে রাব্বীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিহার খাঁ পাড়ার কাছে নাগর নদীর কচুরি পানার মধ্যে থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ফজলে রাব্বী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং শিবগঞ্জের উপজেলার বিহার হাট মাখজানুল উলুম হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
ফজলে রাব্বীর চাচা হাবিবুল ইসলাম জানান, ফজলে রাব্বী দুই বছর ধরে এ মাদরাসায় থেকে লেখাপড়া করতো। গত ৪ জুন রাতে সাহরি খাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার মরদেহ নাগর নদীতে পাওয়া যায়। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিমন বাসার/আরএ/জেআইএম