দেশজুড়ে

ডুবে গেল লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ভাসমান ওয়ার্কশপ

লক্ষ্মীপুর-ভোলা রুটের বিআইব্লিউটিসির ৮০ বছরের পুরনো কোটি টাকা মূল্যের ভাসমান ওয়ার্কশপের তলা ফেটে পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওয়ার্কশপের সঙ্গে বেঁধে রাখা চারটি ট্রলার ও একটি স্পিড বোটও ডুবে যায়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই কারখানায় অবস্থানরত সাতজন কর্মকর্তা-কর্মচারী।

এদিকে ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপ ও সরঞ্জাম উদ্ধারে কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দায় সারছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটের চলাচল করতে গিয়ে নষ্ট হয়ে যাওয়া ফেরি ও লঞ্চ মেরামত করতে ভাসমান ওয়ার্কশপটি নিয়ে আসে বিআইডব্লিউটিসি। কোটি টাকা মূল্যের এফএম কামার হাটি ঘাটি নামে এ ওয়ার্কশপটি প্রায় দশ বছর আগ থেকে মজুচৌধুরীর হাট এলাকায় মেঘনা নদী সংযোগ খালের তীরে রাখা হয়। এটি পরিচালনার জন্য সাতজন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত ছিল। বৃহস্পতিবার সকালে ওয়ার্কশপটি ডুবে যাচ্ছে দেখে স্টাফরা চিৎকার দেয়। কিছু বুঝে উঠার আগেই তলা ফেটে ওয়ার্কশপটি পানিতে ডুবে যায়। এসময় জীবন বাঁচাতে স্টাফরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পায়।

স্থানীয়দের অভিযোগ, ডুবে যাওয়া ওয়ার্কশপের ভেতরে কোটি টাকা মূল্যের সরঞ্জামাদি ছিল। এটি পরিকল্পিতভাবে ডুবিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্কশপটি উদ্ধারে কোনো তৎপরতা চোখে পড়েনি।

তবে বিআইডাব্লিউটিসি ফেরি সার্ভিসের ম্যানেজার আবদুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রায় ৮০ বছরের পুরনো ওয়ার্কশপটি জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ন ছিল। দুর্ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কাজল কায়েস/আরএ/জেআইএম