দেশজুড়ে

স্বামীর লাশ জানালায় বেঁধে পালালেন স্ত্রী

ফরিদপুরে স্বামীকে হত্যা করে দ্বিতীয় স্ত্রী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত মোতালেব ফকিরের (৫০) দ্বিতীয় স্ত্রী রানী বেগম পালিয়ে যান।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরমেশ্বরদী গ্রামের মোতালেব ফকির ৮ বছর আগে পাশের সালথার খারদিয়া গ্রামের মোমরেজ কাজীর মেয়ে রানী বেগমকে দ্বিতীয় বিয়ে করে। আগের স্ত্রীর ঘরে মোতালেবের এক সন্তান রয়েছে। ১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রী রানীকে নিয়ে পারটেক্স জুট মিলে চাকরি নেয়। সেই সঙ্গে অফিসের পাশাপাশি একটি কোয়ার্টারে বসবাস শুরু করে তারা। শুক্রবার রাতে স্বামীকে হত্যা করে পালিয়ে যায় রীনা বেগম।

মোতালেবের ভাই হান্নান ফকির অভিযোগ করে বলেন, রীনা বেগম ও তার সহযোগীরা মোতালেবকে শ্বাসরোধে হত্যা করে ঘরের জানালার সঙ্গে মরদেহ বেঁধে রেখে পালিয়ে যায়।

বোয়ালমারী থানা পুলিশের এসআই দীপংকর স্যানাল বলেন, মরদেহের গলায় দাগ রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। গলায় রশি দেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্ত্রী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

এএম/আরআইপি