বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাঙ্গামাটিতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকাই ঝূঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিজ দায়িত্বে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার সকাল থেকে এই আহ্বান জানিয়ে শহর জুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
মাইকিংয়ে বলা হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া অধিদফতর ৩নং সর্তকতা সংকেত জারি করেছে। নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন রাঙ্গামাটিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদেরকে নিজ দায়িত্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৩ জুন রাঙ্গামাটিতে পাহাড় ধসে সেনা সদস্যসহ ১২০ জন মৃত্যৃ হয়েছে এবং জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আরএ/পিআর