নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গ্রেফতারকৃতদের নেত্রকোনা জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মদন উপজেলার বিভিন্ন স্থানে রোববার অভিযান চালিয়ে নূরে আলমকে ৭ পিস ইয়াবা, বিদ্যুৎ মিয়াকে ৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসায়ী মদন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমূল হাসান সুজনসহ ১১ মোট জনকে গ্রেফতার করা হয়।
মদন থানা পুলিশের ওসি মো. শওকত আলী জানান, নাজমূল হাসান সুজনের বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে। সুজনসহ মোট ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/এএম/এমএস