নেত্রকোনায় বিভিন্ন ধরনের মাদকসহ আব্দুল আলীম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আব্দুল আলীম পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নাফের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময়ে পুলিশ তাকে গ্রেফতারও করে। রোববার রাত আড়াইটার দিকে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা ৫৩০ গ্রাম হেরোইন, ১০৫ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, আব্দুল আলীম একজন বড় মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় আটটি মাদকের মামলা রয়েছে। সোমবার আরও একটি মাদকের মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/আরএআর/এমএস