মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি উন্নয়নের এক অনন্য রূপকার।
সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীরা আজ কোনো ক্ষেত্রে দুর্বল নয়। তারা তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে যে নারী নেতৃত্ব রয়েছে ভবিষ্যতে তা আরও বৃদ্ধি হবে।
তিনি বলেন, দেশে এখন উন্নয়নের হাওয়া বইছে। এই হাওয়াকে দীর্ঘস্থায়ী করতে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় দেশ পরিচালনার ভার দিতে ও তার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফুল ইসলাম সরকার তোরণ ও পরিমল চন্দ্র ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি