বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন স্পেইনের কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি এমএস নুরে জামাল খোকন। রোববার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সভাপতি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তিনি কাতালোনিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় তার সঙ্গে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে কুশল বিনিয়মের পাশাপাশি তিনি কাতালোনিয়া আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক সাফল্য তুলে ধরেন।ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাতালোনিয়া আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।বিএ