দেশজুড়ে

সিরাজগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে শাহীন আলম (২৮) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-১২-এর সদস্যরা।

বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান বলেন, ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহীন আলম একজন জেএমবি সদস্য। তিনি সুজানগর থানায় ২০১৬ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর