দেশজুড়ে

দিনে দুপুরে খুন করে টাকা ছিনতাই!

মাদারীপুরের রাজৈরে সোহেল চৌধুরী নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার পর টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত সোহেল রাজৈরের গ্রামীণ ব্যাংকের টেকেরহাট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকেরহাটের স্লুইসগেট এলাকায় একদল সন্ত্রাসী সোহেলের পথরোধ করে। পরে পাশের পাটখেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যার পর টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

রাজৈর থানার ওসি জিয়াঊল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাসিরুল হক/এফএ/পিআর