দেশজুড়ে

বিজয়নগরে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাস অপর একটি পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই রিকশার চালক মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর