নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই অনিল চন্দ্র রায়ের (৪০) লাঠির আঘাতে বড় ভাই সুধীর চন্দ্র রায় (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত ধরনী কান্ত রায়ের বড় ছেলে সুধীর চন্দ্র রায়ের কাছে ধান মাড়াইয়ের জন্য ছোট ভাই অনিল চন্দ্র রায় কাঠের গুঁড়ি নেয়। কিন্তু গত ১৫ দিনেও সেটি বড়ভাইকে ফেরত দেননি। ঘটনার দিন বড় ভাই সেটি ফেরত চাইলে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসার এক পর্যায়ে ছোট ভাই লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সুধীর চন্দ্র রায় তিন ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে ছোট ভাই অনিল চন্দ্র এক ছেলে ও দুই মেয়ের বাবা। ঘটনার পর অনিল তার স্ত্রী গোলাপী রানীসহ পালিয়ে গেছে।
চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছ। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে বলে তিনি জানান।
জাহেদুল ইসলাম/আরএআর/এমএস