পঞ্চগড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি সদস্যরা। শনিবার সকালে ঈদের নামাজ শেষে জেলার বিভিন্ন সীমান্তে বিএসএফের সদস্যদের মাঝে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এই মিষ্টি বিতরণ করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিনিময় করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্যরা ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যদের মাঝে মিষ্টিসহ শুভেচ্ছা বিনিময় করেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাকিম আল মো. নওশাদ বলেন, উভয় দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন দিবস উপলক্ষে আমরা মিষ্টিসহ শুভেচ্ছা বিনিময় করি। এরই ধারাবাহিকতায় সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সফিকুল আলম/আরএআর/পিআর