দেশজুড়ে

ফরিদপুরে ৪৬ জামায়াত নেতা-কর্মী আটক

গোপন বৈঠক চলাকালে ফরিদপুরের ভাঙ্গায় জামায়াতের জেলা ও উপজেলা নেতাসহ ৪৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামুয়ী গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে তাদের আটক করা হয়। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের ভাঙ্গা থানায় রাখা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে মসজিদ থেকে ৪৬ জনকে আটক করা হয়। ভাঙ্গা জামায়াতের উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে ভোর থেকে তারা ওই মসজিদে গোপন বৈঠক শুরু করেন।

আটকদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি জেনারেল ডা. এনায়েত হোসেন, জেলা শাখার সাবেক আমির ও বর্তমানে অঞ্চল সহকারী মো. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার নেতারা রয়েছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, আটকদের কাছ থেকে গোলাম আজাদের লেখা বিভিন্ন বইসহ বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এফএ/জেআইএম