মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ণের সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ (৪২) মারা গেছেন। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
নিহতের মামা সাংবাদিক জি.এইচ হান্নান শ্রমিক নেতা হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ জুন শেরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুর যাওয়ার পথে ব্রক্ষপুত্র সেতুর দক্ষিণ প্রান্তের বাইপাস সড়কে ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন হারুন। তারপর থেকেই রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার দুপুর ১২টার দিকে হারুন পরলোকগমন করেন।
তার মৃত্যুতে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিকুর রহমান মিতুল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান মিয়া, শেরপুর জেলা ট্রাক-ট্যাংক লড়ি-কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা, সাধারণ সম্পাদক মজিবর রহমান, শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোকপ্রকাশ করেছেন। হাকিম বাবুল/এমএএস/এমএস