দেশজুড়ে

বাগেরহাটে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ উপজেলায় মঙ্গলবার বজ্রপাতে এক নারী ও কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শম্পা মন্ডল ও মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের কুমাড়িয়া ঝোলা গ্রামে বিভাষ মৃধা (৪৯)।

নিহত বিভাষ মৃধা কুমাড়িয়া ঝোলা গ্রামের মৃত রমেন মৃধার ছেলে। তিনি অন্যের কৃষি ও মৎস্য ঘেরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় শুভাষ তালুকদার (৪৮) নামে একজনকে আহতবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে গৃহবধূ শম্পা মন্ডল বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। প্রায় আধা ঘণ্টা পার হলেও শম্পা বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিকেলে কুমাড়িয়া ঝোলা গ্রামের বাসিন্দা শুভাষ তালুকদার মোরেলগঞ্জের পানগুছি নদী সংলগ্ন তার মৎস্য ঘেরে মাটি কাটার জন্য বিভাষকে ডেকে আনে এবং দু’জন মিলে ঘেরের বাঁধ ঠিক করার জন্য মাটি কাটতে থাকে। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বিভাষ মৃধা ও শুভাষ তালুকদার আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বিভাষ মৃধাকে মৃত ঘোষণা করে। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, বজ্রপাতে নিহত বিভাষ মৃধাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত শুভাষ তালুকদারকে চিৎকিসা দেয়া হচ্ছে।

শওকত আলী বাবু/এমএএস/পিআর