শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহত আল-আমিন ওরফে ফকির (২৮) বলাইরচর গ্রামের সজিবর রহমানের ছেলে।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নিহত মাদক ব্যবসায়ী আল-আমিন ওরফে ফকিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। র্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডার রাজীব কুমার দে বলেন, মঙ্গলবার রাতে আমাদের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযানে শেরপুর সদরের চুনিয়ার চর এলাকায় যায়। সেসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযানিক দলটি ২ রাউন্ড গুলি ছুঁড়েছিলো। তবে সেসময় কোনো হতাহতের সংবাদ জানা যায়নি। বুধবার সকালে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের সংবাদ জানা গেছে।
স্থানীয়রা জানায়, নিহত আল-আমিন ওরফে ফকির এলাকায় মাদক কারবারি বলে পরিচিত ছিলেন। তার বাড়ি বলাইরচর হলেও তিনি চুনিয়ার চর গ্রামের নানাবাড়িতেই বসবাস করতেন।
হাকিম বাবুল/এফএ/পিআর