দেশজুড়ে

ফেনীতে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির ৫ নেতাকর্মী আটক

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের রামপুর ও এসএসকে সড়কের এসি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে দলীয় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ শহরের রামপুর ও এসএসকে সড়কের এসি মার্কেটের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করে। এ দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জন গুরুতর আহত হয়। আহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার বলেন, পুলিশ মিছিলের পূর্বেই হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবি জানান।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ভাঙচুর ও নাশকতা চেষ্টাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আরএ/পিআর