দেশজুড়ে

নওগাঁয় ট্রাকের ধাক্কায় দুই আম ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুস সালাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে দুই ব্যবসায়ীসহ অন্য যাত্রীরা সাপাহার বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রীকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলেছে।

আব্বাস আলী/এফএ/এমএস