কক্সবাজারের রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে এ সকল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজার ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, রেজু আমতলি বিওপির সুবেদার আশরাফ আলীর নেতৃত্বে বিজিবি জোয়ানরা সোমবার দুপুরে রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬৬ বোতল বিদেশি মদ, ৪৮ ক্যান কান্ট্রিডাইজিন, ৬১ বোতল মানডালয়, ৪৮ বোতল বিয়ার উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদগুলো কক্সবাজারস্থ বিজিবির ব্যাটেলিয়নে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা। সায়ীদ আলমগীর/এসএস/এমআরআই