দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে দ্বন্দ্বে শিক্ষকদের ক্লাস বর্জন

বগুড়া প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসিমুল বারি নাসিমের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দিকে বরাখাস্তের আদেশকে অবৈধ দাবি করে সাধারণ শিক্ষকরা ক্লাশ বর্জন করে সভাপতির অপসারণ দাবি করে। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

শিক্ষকদের অভিযোগ, বগুড়া শহরের জলেশ্বরীতলায় অবস্থিত বগুড়া প্রিক্যাডেট স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নাসিমুল বারি নাসিম সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানে নানা ধরনের দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েন। আগামী ৩১ জুলাই সভাপতির মেয়াদ পূর্ণ হবে। ২য় মেয়াদে নাসিমুল বারি নাসিম সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করলে শিক্ষকরা তাতে আপত্তি জানান। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে সভাপতি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তার কথামত কাজ না করলেই সভাপতি তার কর্মীদের মাধ্যমে শিক্ষকদেরকে লাঞ্চিত করতেন। সভাপতির এ সব কর্মকাণ্ডে কারণে অতিষ্ঠ হয়ে বগুড়ার পুলিশ সুপারের কাছে নিরাপত্তার বিষয়ে আবেদন জানিয়েছেন শিক্ষকরা।

বগুড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, সভাপতি প্রতিষ্ঠানের কোনো নিয়ম মানতে চান না। তার ইচ্ছা মতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। নিয়ম-নীতি না মেনে তিনি প্রতিষ্ঠানে তার অফিস করেছেন। সেখানে এসি লাগানো হয়েছে। গভীর রাত পর্যন্ত সেখানে আড্ডা চলে। লাখ টাকার ওপরে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এ ছাড়াও তার লোকজন দিয়ে শিক্ষকদেরকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছেন। এ কারণে শিক্ষকরা রোববার ক্লাশ বর্জন কর্মসূচি ঘোষণা করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসিমুল বারি নাসিম অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন, অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মামলা চলমান রয়েছে প্রধান শিক্ষকের নামে। গত বুধবার প্রতিষ্ঠানের ছাত্ররা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে ম্যানেজিং কমিটি বরাবর লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির জরুরি বৈঠক ডেকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লিমন বাসার/আরএ/আরআইপি