দেশজুড়ে

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

মেহেরপুরে গরুবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাবুব (৪৫) নিহত হয়েছেন।

সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি মশুরিভাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত মীর নাজিম উদ্দীনের ছেলে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মীর মাহাবুব। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মশুরিভাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পাওয়ার ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসিফ ইকবাল/এএম/পিআর