বগুড়া মোকামতলায় যাত্রীবাহী বাসের চাপায় হারুনুর রশিদ (৩৫) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে জয়পুরহাটগামী সিথি এন্টার প্রাইজ বাসের নিচে চাপা পড়ে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলে পেছনে বসা একই উপজেলার বুড়িগঞ্জ ইউপির আজারগাড়ী গ্রামের শহিদুল ইসলাম মধু (৩০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট এম এ মুমিন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
লিমন বাসার/আরএ/এমএস