নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরানা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মামার বিয়েতে এসে ট্রেনে কাটা পড়ে আফজাল হোসেন আতাউর (১২) নামে এক ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কের মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত আতাউর কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মৃত আতাউর ঠাকুরানা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে তার মামা সাইদুরের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।
বিকেলে বিয়ে বাড়ি থেকে ট্রেনের হর্ন শুনে আতাউর রেল লাইনের কাছে আসেন। দৌড়াদৌড়ি করে রেল সড়ক পার হতে চাইলে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় কিশোরের দেহ থেকে মস্তকসহ হাত-পাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।
কামাল হোসাইন/এএম/আরআইপি