‘চলন যাই মেজ্জ্যান খাই’ এ শ্লোগানে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এই প্রথম চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী ‘মেজবান’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ব্রিজপোর্টের সীসাইড পার্কে এ আয়োজন করা হয়।
স্থানীয় চট্টগ্রামবাসীদের আমন্ত্রণে পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যের কয়েক শত প্রবাসী বাংলাদেশিও এতে অংশ নেন।
অনুষ্ঠানে মেজবান উদযাপন কমিটির অন্যতম সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জাসেদুল আলম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিজপোর্ট সিটির মেয়র যোশেফ পিটার গানিম, বিশেষ অতিথি সিটি কাউন্সিলম্যান আলফ্রেডো কাস্টিলো।
অন্যদের মধ্য বক্তব্য দেন নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম নুরু, মোহাম্মদ এ হাসেম, শফিউল আলম শফি, ফরিদুল আলম তারেক, আহমেদ হোসেন মুন্না ও আবুল কালাম প্রমুখ।
সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন একেএম মেসবাহ উদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী, হোসেন আহমেদ ও আলী আকবর বাপ্পী প্রমুখ।
এমএমজেড/পিআর