দেশজুড়ে

ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ফরিদপুরে হত্যা মামলায় ভাইসহ কারাগারে গেলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বেল্লাল হোসেন ফকির।

বুধবার দুপুর আড়াইটার দিকে বেল্লাল ফকির ও তার ভাই ইনজামামুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বেল্লাল হোসেন ফকির ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান। তার ভাই ইনজামামুল হক মিঠু ফরিদপুর জজ কোর্টের আইনজীবী।

গত ১৬ এপ্রিল কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের পক্ষ এবং প্রতিপক্ষ আখতারুজ্জামান ওরফে তিতাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন আখতারুজ্জামানের সমর্থক রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মান্নান সিকদার।

এ ঘটনায় নিহতের ভাই বোরহান সিকদার গত ১৭ এপ্রিল বাদী হয়ে সদরপুর থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার এজাহাভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেল্লাল ফকির ও তার ভাই ইনজামামুল হক। মামলার পর বেল্লার ফকির ও তার ভাই হাইকোর্ট থেকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন নেন।

মামলার বাদী বোরহান সিকদারের কৌঁসুলি মো. শহীদুল্লাহ জাহাঙ্গীর বলেন, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার দুপরে আওয়ামী লীগ নেতা ও তার ভাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু জেলা জজ তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে আদালত থেকে দুই ভাইকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

এএম/জেআইএম