গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম তার বাসভবনে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। মঙ্গলবার রাত থেকে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশা এবং সাধারণ মানুষের স্রোত বইতে থাকে জাহাঙ্গীর আলমের ছয়দানাস্থ বাসভবনে।
বৃহস্পতিবার সকালে তার বাসভবনে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীর আলম তার বাসভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন। তখনও তার বাসার নিচে এবং দুতলায় ফুল হাতে অপেক্ষা করছে শত শত নেতাকর্মী ও শুভানুধ্যায়ী। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে তিনি নিচে নেমে আসেন। তার বাসভবনের পূর্ব প্রান্তে সামিয়ানার নিচে অবস্থিত একটি মঞ্চে গিয়ে জাহাঙ্গীর আলম অবস্থান নেন। পরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তিনি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে বিশ্বাস করেছে, আওয়ামী লীগকে বিশ্বাস করেছে, নৌকাকে বিশ্বাস করেছে আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পিত নগর গড়তে চাই।
জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোট কেন্দ্রে নেতৃবৃন্দকে নিয়ে যাবেন। সবার সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি বলেন, নগরবাসীকে দুর্ভোগ থেকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সবার সঙ্গে কথা বলে সকল সমস্য নিরসনের চেষ্টা করবো। কে কোন দল করলো সেটা বড় কথা নয়। নগরীর সকল মানুষকে নিরাপদে রাখতে হবে। কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন আর যারা নির্বাচিত হতে পারেননি সবার সঙ্গে সু সম্পর্ক রক্ষা করে কাজ করার জন্য আমাকে সুযোগ দিতে হবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর