ফরিদপুরের সালথা উপজেলায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারায় ফাঁস দিয়ে রূপসি আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আশ্রায়ন কেন্দ্র থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসী ওই আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা আকু শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিল।
আশ্রায়ন কেন্দ্রে বসবাসকারীরা জানান, বৃহস্পতিবার রাতে পেটের ব্যথা মারাত্মকভাবে বেড়ে গেলে তা সহ্য করতে না পেরে উড়না পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করে রূপসী। এসময় বাড়িতে কেউ ছিল না।
নিহতের মা নিহার বেগম বলেন, রূপসী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। টাকার অভাবে আমার তার চিকিৎসা করাতে পারিনি। ঘটনার রাতে আমার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিল আর আমি তার খাবার দিতে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উড়না কেটে তাকে নামিয়ে আনে।
রূপসীকে তাৎক্ষণিকভাবে নগরকান্দা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরএআর/পিআর