দেশজুড়ে

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

`পাহাড়, সমতল, উপকূলে, গাছ লাগাই সবাই মিলে` এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের নওযোয়ান মাঠ বৃক্ষমেলায় গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল সহীদ, নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, নওগাঁ জোন সহকারী বন সংরক্ষক একেএম রুহুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জেলা নার্সারি সমিতির সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করে।এমজেড/পিআর