ক্যাম্পাস

সংস্কারের দাবিতে রাবির আবাসিক হল শিক্ষার্থীদের আন্দোলন

হলের সংস্কার চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি আবাসিক হলের শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুক্রবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হল খোলার পর এখনও টয়লেট পরিষ্কার করা হয়নি। এর ফলে সেখানে স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয়েছে। এছাড়া আজ সারাদিনে পানি আসেনি। ফলে ভোগান্তিতে পড়েন পাঁচশতাধিক শিক্ষার্থী।

আবাসিক শিক্ষার্থী নিরব আহমেদ ও ফিরোজ কবির দাবি করেন, হলের বিভিন্ন সমস্যা নিয়ে দুইবার লিখিত অভিযোগ দেয়ার পরও কোনো কাজ হয়নি। তাছাড়া ছোটখাটো কাজেও হল প্রাধ্যক্ষকে না বলা পর্যন্ত হয় না।

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে প্রক্টরিয়াল বডির সদস্যদের তাদের অভিযোগের বিষয়ে জানতে নির্দেশ দিয়েছি এবং হল প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।

সালমান শাকিল/জেএইচ