দেশজুড়ে

মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের শিবালয়ে কিশোর টুটুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন, মো. আবু তালেব, মো. সুরুজ ও মোক্তার হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালে শিবালয় উপজেলার তেওতা গ্রামের আরমান আলীর ছেলে টুটুল(১৩) খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। সাত দিন পর তেওতা জমিদার বাড়ির কূপ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি সুজন ও মো. আবু তালেব আদালতে উপস্থিত ছিলেন। সুরুজ ও মোক্তার হোসেন পলাতক রয়েছেন।

বি এম খোরশেদ/আরএআর/পিআর