দেশজুড়ে

জয়পুরহাটে ১২ মাদকসেবীর কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় ১২ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাজিবুল আলম এ দণ্ডাদেশ দেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, সোমবার বিকেলে আটাপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাস থেকে ছয়মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

রাশেদুজ্জামান/এএম/আরএআর/আরআইপি