দেশজুড়ে

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের সহদেপুর এলাকার ৮৯/১ মাইলফলকের মাঝামাঝি স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেপুলিশ।

পুলিশ জানায়, ভোরে ট্রেনে কাটা পড়া মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা- রাতে ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ফেনীস্থ রেলওয়ে (জিআরপি) পুলিশের ইনচার্জ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল হাসান/আরএআর/আরআইপি