মা-বাবাকে খুঁজছে অনিমুল আলম ইনান (৭)। মঙ্গলবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। বর্তমানে সে ফেনী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, ইনানকে শহরের ট্রাংক রোড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়। ছেলেটি তার নাম অনিমুল আলম ইনান বলতে পারলেও অন্য কোনো পরিচয় জানাতে পারেনি।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুুরী বলেন, শিশুটি কারও পরিচিত হলে কিংবা কেউ তার পরিচয় জানলে থানার ডিউটি অফিসার ও পুলিশ কন্ট্রোল রুমকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এএম/জেআইএম