দেশজুড়ে

ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল শুরু

সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় টানা তিন দিন পর ঢাকা-শাহজাদপুর-পাবনা-বগুড়া রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেন শাহজাদপুরের পরিবহন মালিক সংগঠনের নেতবৃন্দ।

সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) অফিস সেক্রেটারি লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি (শাহজাদপুর) ও সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের (উল্লাপাড়া) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এ সময় তিনি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে দুই মালিক গ্রুপের দ্বন্দ্ব নিরসনে শনিবার (৭ জুলাই) বৈঠকের আশ্বাস দেন। এরপর থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর