বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুলাল মিয়া (৩৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় এক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চন্ডিহারা এলাকায় রংপুরগামী একটি পিকআপকে একই দিকে যাওয়া একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়।তবে পুলিশ বাসটি আটক করতে পারেনি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
লিমন বাসার/আরএআর/জেআইএম