বগুড়ার শেরপুরে সমবায় সমিতির সঞ্চয়ের প্রায় এক কোটি টাকা নিয়ে স্বামী-স্ত্রী উধাও হয়েছেন। শনিবার থেকে সমিতির কার্যালয়ে তালা ঝুলছে।
রোববার দুপুরে শেরপুর প্রেস ক্লাবে উলিপুর পাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম এ অভিযোগ করেন। তিনি ওই সমিতির একজন সদস্য। অভিযোগ করার সময় খাদিজা ছাড়াও সমবায় সমিতির প্রতারিত শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
তাদের অভিযোগ, শেরপুর উপজেলার গোসাইবাড়ি বটতলায় গোসাইবাড়ি সমবায় সমিতি (রেজি: নং ১৬৮) ২০১২ সাল থেকে কাজ শুরু করে। এখানে শ্রীরামপুরপাড়া, উলিপুর গোরস্থানপাড়া, বনমরিচা, গোসাইবাড়ি, হাপুনিয়া, পুন্যতলা, মোহাম্মাদপুর গ্রামের ২৬৫ জন নারী-পুরুষ দৈনিক ও মাসিক সঞ্চয় জমা করতেন। বিগত সময়ে টাকা লেনদেন করলেও এবার দেখা দেয় এই সমস্যা। বছর শেষে লভাংশসহ লাভের আশায় গত ৬ জুলাই সমিতির সদস্যরা তাদের সঞ্চয় বই জমা দেন। কিন্তু এরপর থেকে সমিতির চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সেক্রেটারি তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন গা-ঢাকা দেন। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। গোসাইবাড়ি বাজারে সমিতির কার্যালয় তালাবদ্ধ ও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সমিতির সদস্যরা জানিয়েছেন, এ বছর সমিতিতে তাদের সঞ্চয়ের পরিমাণ প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে। ওই টাকা নিয়ে তারা উধাও হয়েছেন।
এদিকে, সঞ্চয় ফেরত পাওয়ার দাবিতে রোববার ভুক্তভোগী সদস্যরা শেরপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমবায় অধিদফতরে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।
লিমন বাসার/এএম/জেআইএম