গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি শিক্ষাবর্ষের সাধারণ ও মাদরাসা বোর্ডের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় আট টন (৫৯৫ বান্ডিল) নতুন বই জব্দ করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে বইগুলো জব্দ করা হয়। আব্দুর রাজ্জাক ওই গ্রামের দিনমজুর ধলু মিয়ার ছেলে। স্থানীয় বাগদা বাজারে আব্দুর রাজ্জাকের একটি দোকানও রয়েছে।
গোবিন্দগঞ্জ থানা ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাফিউল আলমসহ গোবিন্দগঞ্জ থানার পুলিশ আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালান। এসময় চলতি শিক্ষাবর্ষের সাধারণ ও মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় আট টন (৫৯৫ বান্ডিল) নতুন বই জব্দ করা হয়। আব্দুর রাজ্জাক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক বলেন, আব্দুর রাজ্জাক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি গত ৫ জুলাই ভাংড়ি মালামাল নিয়ে ঢাকায় চলে গেছেন। বইগুলো আব্দুর রাজ্জাকের মহাজন ট্রাকে করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে শুনেছি।
গোবিন্দঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
রওশন আলম পাপুল/এফএ/জেআইএম