নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় আশরাফুল ইসলাম খোকন (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কের আরোম বাড়ীয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আশরাফুল ইসলাম খোকন লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে আশরাফুল ইসলাম খোকন মোটরসাইকেলযোগে লালপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে লালপুর-ঈশ্বরদী সড়কের আরোম বাড়ীয়া বাজার এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাককে ওভারটেকিং করার সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আশারাফুল ইসলামের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএ/পিআর