ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা বালুয়া বাজার এলাকায় সোমবার দুপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জাগো নিউজকে বলেন, কালিতলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই আগমন পরিবহন বাসের চালক জাহিদুল ইসলাম (৬০) ও যাত্রী মাহফুজার রহমান (৪৫) এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমা পরিবহন বাসের চালক মিন্টু মিয়া (৪০) ও যাত্রী রিংকু মিয়া (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদের মধ্যে জাহিদুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ায়, মাহফুজার রহমানের বাড়ী রংপুরের পীরগঞ্জ উপজেলার গাংজোয়ার গ্রামে, রিংকু মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ও মিন্টু মিয়ার বাড়ি নাটোর সদর উপজেলায়।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে কালিতলা এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সোমা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী আগমন পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান ও আহত হন প্রায় ৩০ জন। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
রওশন আলম পাপুল/আরএআর/পিআর