দেশজুড়ে

সাক্ষীকে কুপিয়ে জখম করল আসামিরা

ফরিদপুরের সালথায় হত্যা মামলার সাক্ষী বাবলু খানকে কুপিয়ে জখম করেছে মামলার আসামিরা। গুরুতর আহত বাবলু খানকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

আহত বাবলু খান সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগাইরদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং সোনাপুর বাজারের মুদি ব্যবসায়ী। সোমবার বিকেল ৫টার দিকে সালথা উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাবলু খান সোমবার বিকেলে সোনাপুর বাজার থেকে সবজি কিনছিল। এ সময় জুগাইরদিয়া গ্রামের আকরাম মোল্লা, ইকরাম মোল্লা, মজনু মোল্লা, ফরিদ মোল্লা, তোতা মোল্লা ও মুরাদ মোল্লাসহ প্রায় ২০-২৫ জন অস্ত্র নিয়ে বাবলু খানের ওপর হামলা চালায়। সেই সঙ্গে বাবলুকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা।

বাবলুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বাবলু খানকে আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বাবলু খান বলেন, সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের হাসান সরদার হত্যা মামলার আমি সাক্ষী। হত্যা মামলার আসামিরা ক্ষিপ্ত হয়ে হত্যার করার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়।

সোনাপুর ইউপির চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা বলেন, বর্তমানে আমি ঢাকায়। বাবলু খানের ওপর হামলা চালানো হয়েছে বলে শুনেছি।

সালথা থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন খান বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএম/পিআর