দেশজুড়ে

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বনবিভাগের আমবাড়িয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক বনদস্যু (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একনালা দেশে তৈরি একটি বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, দুইটি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনী অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

বনদস্যু বাহিনী র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও এ সময় পাল্টা গুলি ছোড়ে। এভাবে প্রায় আধাঘণ্টা গুলি বিনিময়ের পর দস্যুরা গভীর বনে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একনালা দেশি বন্দুক, একটি ওয়ান শুটারগান, দুটি রামদা, ও ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলিসহ অজ্ঞাত এক বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত বনদস্যুর পরিচয় জানা যায়নি।

শরণখোলা থানা পুলিশের ওসি মো কবিরুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাদী হয়ে দুটি মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এএম/এমএস