দেশজুড়ে

বিদ্যুৎহীন ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের ভোগান্তি

বিদ্যুৎ বিলা বকেয়া থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। ৬৫ হাজার টাকা বিল বকেয়া থাকায় গত ২৮ জুন বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়। ১২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ।

মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ সচিব গোলাম কিবরিয়া রাসেলের রুম ও তথ্য সেবা কেন্দ্র তালাবন্ধ। শুধুমাত্র চেয়ারম্যানের রুম খোলা। ফ্যান না চলায় প্রচণ্ড গরমে ঘামছেন তিনি। এই প্রতিনিধি আসার খবর পেয়ে ১২টার দিকে অফিসে চলে আসেন সচিব। ভুক্তভোগীদের দাবি সচিব নিজের ইচ্ছামতো চলেন। সচিবের সঙ্গে কথা হলে তিনি জানান, আগামী ২/৩ দিনের মধ্যে বিল পরিশোধ করা হবে।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মাসুদ জানান, বিদ্যুৎ না থাকায় তাদের কাজের খুব সমস্যা হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ সেবা নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। অফিসের কম্পিউটার ও প্রিন্টার অচল হয়ে পড়ে আছে।

ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বেশ কয়েকজন জানান, ৩/৪ দিন ধরে ঘুরেও একটি কম্পিউটারাইজড ‘জন্ম নিবন্ধন’ নিতে পারিনি। এভাবে প্রতিদিন অনেক লোক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার বেশিভাগ সময় সচিব বেলা ১১টার আগে পরিষদে আসেন না।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস হোসেন জাগো নিউজকে বলেন, আমরা আগামী সপ্তাহে বিদ্যুৎ বিল পরিশোধ করে দেব। টাকা পেলেই তারা সংযোগ লাগিয়ে দেবে।

খুকনী সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মীর নুর মোহাম্মদ জানান, বেলতৈল ইউনিয়ন পরিষদের কাছে ৬৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। চেয়ারম্যান সাহেব বেশ কয়েকবার সময় নিয়েও বকেয়া বিল না দেয়ায় গত ২৮ জুন তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান জানান, ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আমার জানা ছিল না। যেহেতু এখন জানলাম আমি খুব দ্রুত চেয়ারম্যানকে নির্দেশ দেব বিল পরিশোধ করার জন্য।

এমএএস/এমএএস/আরআইপি